১৯ বছর পর ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup 2023) ডার্বির সম্ভাবনা। মঙ্গলবার যুবভারতী স্টেডিয়ামে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)। গতবার আইএসএলের টিমের সঙ্গে এই টিমের পার্থক্যটা অনেক। ডার্বি জিতে সেমিফাইনালে নামছে লাল-হলুদ। তবে 'অপরাজিত' নর্থ ইস্ট কিন্তু ততটাও সহজ প্রতিপক্ষ হবে না। মানছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা।
ইস্টবেঙ্গল টিমে সব ধরনের কম্বিনেশনই রাখতে চাইছেন কার্লেস কুয়াদ্রাত। মঙ্গলবার প্রথম একাদশে প্রথম থেকেই থাকবেন ক্লেটন সিলভা। সাউল ক্রেসপো, জেভিয়ার সিভেরিয়োর মতো বিদেশিদের দিকেও তাকিয়ে থাকতে হবে কোচকে। বোরহা হেরেরার পরিবর্তে টিমে আসতে পারেন হোসে পারদো। দেশি ফুটবলারদের পারফরম্যান্সও সেমিফাইনালের মতো ম্যাচে গুরুত্বপূর্ণ। মন্দার, নন্দকুমার, মহেশের কথাও তাই স্ট্র্যাটেজিতে রাখছেন লাল-হলুদ কোচ।
আরও পড়ুন:ডুরান্ডের সেমিফাইনালে সতর্ক কুয়াদ্রাত, নর্থ ইস্টকে সমীহ করছে ইস্টবেঙ্গল
এদিকে নর্থ ইস্টের কোচ জুয়ান পেদ্রো বেনালি বলেন, "সেমিফাইনালকে অন্য ম্যাচের সঙ্গে গোলানো ঠিক হবে না। ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চও শক্তিশালী। সমর্থকরা আমাদের আশ্বাস রেখেছেন। আমরা চাই, তাঁদের গর্বিত করতে।"