আইএসএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে ড্র করেছে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের দল গোলের মুখ খুলতে ব্যর্থ। জামশেদপুর এফসি ম্যাচের ভুল হায়দরাবাদ এফসি ম্যাচে করতে চায় না লাল-হলুদ।
শনিবার আইএসএলে এই মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে। গত ৪ মরশুমে একবারই ওড়িশার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতেছে হায়দরাবাদ। বাকি মরশুমে প্রথম ম্যাচে তাদের পরিসংখ্যান ভাল নয়। সেটাই চিন্তায় রাখছে তাঁদের।
আরও পড়ুন: প্রথম প্রস্তুতি ম্যাচে হার পাকিস্তানের, জিতে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
আইএসএলে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে কখনও জয় পায়নি ইস্টবেঙ্গল। মোট ৬বার মুখোমুখি হয়েছে দুই দল। চারবারই হায়দরাবাদ জিতেছে। দুবার ম্য়াচ ড্র হয়েছে।