প্রতীক্ষার অবসান। কলকাতায় এলেন ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত (Carlos Cuadrat)। সোমবার ভোরবেলা কলকাতা (Kolkata) বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান লাল-হলুদ সমর্থকরা। কুয়াদ্রাতের সঙ্গেই এসেছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ দিমাস ডেলগাডো।
বিমানবন্দরেই একপ্রস্ত সংবর্ধনা দেওয়া হয় লাল-হলুদ কোচকে। সেইসঙ্গে সমর্থকদের দাবি, এবার অধরা সাফল্য আনতেই হবে। নতুন কোচ আসছেন জেনে, মাঝরাতেই বিমানবন্দরে ভিড় করেন লাল-হলুদ সমর্থকরা।
আরও পড়ুন : শহরে এলেন কামিন্স, গভীর রাতেও বিমানবন্দরে গর্জন মোহনবাগানীদের
গত কয়েক মরশুম থেকেই মনমরা ইস্টবেঙ্গল সমর্থকরা। কারণ, বহুদিন কোনও ট্রফি নেই। তাঁদের আশা, এবার সেই খরা কাটবে। খরা কাটাবেন নতুন কোচ কার্লোস কুয়াদ্রাত। স্প্যানিশ কোচও আশাবাদী, একঝাঁক নতুন ফুটবলার নিয়ে কলকাতায় তিনিও নতুন করে শুরু করবেন।