প্রয়াত ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengak Club) স্বর্ণযুগের ফুটবলসচিব অজয় শ্রীমানি (Ajay Srimani)। বুধবার বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয় এই প্রবাদপ্রতিম ফুটবলপ্রেমীর। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।
ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের কর্তা জ্যোতিষ গুহের স্নেহধন্য ছিলেন অজয় শ্রীমানি। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সচিব ছিলেন তিনি। পরবর্তীকালে ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ইস্টবেঙ্গলে ফেরানো হয়। দায়িত্বে ছিলেন অজয় শ্রীমানি। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নিয়েছিল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: লিওনেল মেসি আর্জেন্টিনা টিমে ফিরলেন, বৃহস্পতিবার নামবেন ইকুয়েডরের বিরুদ্ধে
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্লাব। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানাই।