লড়াই করেও ব্যর্থ। মঙ্গলবার আইএসএলে (ISL 2022) মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে ১-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের। প্রথম পর্বে মুম্বই সিটিকে আটকালেও, এবার আর ড্র করাও সম্ভব হল না লাল-হলুদ ব্রিগেডের।
এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন আপ ভাঙতে পারেনি মুম্বই সিটি এফসি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে মুম্বই সিটি এফসির হয়ে প্রথম গোল করেন বিপিন সিং। আর ম্যাচে ফিরতে পারেনি মারিও রিভেরার টিম।
আরও পড়ুন: পিএসএল-এ ফিরে এল চড় কান্ড, দলীয় সতীর্থকে চড় মারলেন পাক পেসার হ্যারিস রউফ
এবার আইএসএলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ড্র করার পর ওড়িশা এফসি ও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরেছে এসসি ইস্টবেঙ্গল। এদিনও মুম্বই সিটির বিরুদ্ধে যোগ হল আরও একটি ম্যাচে হার। আইএসএলের দ্বিতীয় পর্বে আর দুটি ম্যাচ বাকি ইস্টবেঙ্গলের। সোমবার আগামী ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড।