অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ফের হার ইস্টবেঙ্গলের। ২-০ গোলের ব্যবধানে জয় চেন্নাইয়িন এফসির।
প্লে-অফের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু ফিনিশিংয়ের অভাবে একাধিক সুযোগ পেয়েও গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ৩১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ভিপি সুহের। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে তিন পয়েন্ট ছিনিয়ে নিল চেন্নাইয়িন এফসি।
আরও পড়ুন: সময়ের মধ্যে মাঠ তৈরি হবে না, ধর্মশালা থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট
৪৭ মিনিটে চেন্নাইয়িনের পক্ষ থেকে ফ্রি-কিকে গোল করেন কারিকারি। ৮৭ মিনিটে ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিৎ সিংকে বোকা বানিয়ে দ্বিতীয় গোল করেন রহিম আলি। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে ইস্টবেঙ্গল।