১৬ অগাস্ট ফুটবলপ্রেমী দিবস। এই দিনেই ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। এরই মধ্যে মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ। বিদেশি ফুটবলারদের পাওয়া যাবে কিনা, তা নিয়ে ধন্দে লাল-হলুদ শিবির।
গত শুক্রবার একসঙ্গে পাঁচ বিদেশিকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভা, ইভান গঞ্জালেজ, অ্যালেক্স লিমা, এই তিন বিদেশি আগে ভারতে খেলেছেন। আন্তর্জাতিক ছাড়পত্রে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু কারালাম্বোস কিরিয়াকু ও এলিয়ান্দ্রোকে নিয়ে চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গল কর্তাদের কপালে। এশিয়ান কোটার ফুটবলার সই করাতেও সমস্যায় পড়তে পারে লাল-হলুদ।
আরও পড়ুন: প্রশাসকদের নিষিদ্ধ করতে হবে, দায়িত্ব নিতে হবে ফেডারেশনকে, ভারতকে শর্ত ফিফার
ভারতীয় ফুটবলে এমন অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। তিনি জানান, মহামান্য শীর্ষ আদালত এমন কোনও রায় দেবে না, যাতে ভারতীয় ফুটবল আরও লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হয়। এই আস্থা সুপ্রিম কোর্টের উপর আছে। ফিফা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ একেবারেই চায় না। এটা জানার পরেও AIFF কীভাবে এটা করেছে, তা নিয়ে ফুটবল প্রশাসকদের দোষারোপ করেছেন দেবব্রত সরকার। তাঁর আশা, তাড়াতাড়ি এই সমস্যা মিটে যাবে।