আইএসএলে একেবারেই ছন্দে নেই ইস্টবেঙ্গল। এবার আইএসএল ট্রফি কি ঘরে আনতে পারবে লাল-হলুদ শিবির! শনিবার ছিল কার্যসমিতির বৈঠক। জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে চায় লাল-হলুদ শিবির।
দলের পরবর্তী পরিকল্পনা কী হবে, বিদেশি ফুটবলার আনা হবে কিনা, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। ইস্টবেঙ্গলের স্পনসর ইমামির পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। কর্তাদের মনে হয়েছে, বিনিয়োগকারী সংস্থার উপর চাপ পড়ছে। বিশেষ করে বিদেশি বা দেশি ফুটবলার আনার বিষয়েও চাপ হচ্ছে ইমামি কর্তাদের উপর।
তাই আর্থিকভাবে বিনিয়োগকারীদের পাশে থাকবে ক্লাব। ক্লাব সদস্য ও সমর্থকদের কাছে দলগঠনের জন্য আর্থিক সাহায্যের আবেদন করা হয়েছে।