আইএসএলের (ISL 2023) প্রথম ম্যাচেই জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে আটকে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার ঘরের মাঠে গোলশূন্য ড্র করল লাল-হলুদ। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। একাধিক সুযোগ মিস করল লাল-হলুদ ব্রিগেড।
জামশেদপুর এফসির মতো টিমের বিরুদ্ধে কুয়াদ্রাতের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠে গেল। প্রথমার্ধে পরপর আক্রমণ করে জামশেদপুর রক্ষণকে চাপে রাখে লাল-হলুদ। ভাল আক্রমণের সুযোগ তৈরি করেন নন্দকুমার। কিন্তু বারবার ভুলের খেসারত দিতে হল লাল-হলুদকে। গোলের মুখও খুলতে পারেনি ইস্টবেঙ্গল। জামশেদপুরকে একাই বাঁচালেন গোলকিপার টিপি রেহেনেশ।
আরও পড়ুন: 'নামটাই যথেষ্ট...', অশ্বিনের প্রশংসা চাহালের, ভাইরাল টুইট
গত তিন বছর ভাল কোচ পেয়েছিল ইস্টবেঙ্গল। এবার ভাল প্লেয়ার পেলেও কুয়াদ্রাতের স্ট্র্যাটেজি প্রথম ম্যাচেই প্রশ্ন তুলে দিল। ৩০ সেপ্টেম্বর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামবে ইস্টবেঙ্গল।