ম্যাচ ও পয়েন্ট, এক বিন্দুতে দুই দল। এই পরিস্থিতিতে আজ, সোমবার ঘরের মাঠে চেন্নাই চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। জামেশদপুর ম্যাচের ধাক্কা কাটিয়ে এদিন মাঠে নামবে লাল-হলুদ। যুবভারতী এই ম্যাচ জিতলে, পয়েন্ট তালিকায় উপরে ওঠার সুযোগ থাকছে তাদের কাছে।
কিন্তু এই ম্যাচ খেলতে নামার আগে ফের ভারতীয় রেফারিদের নিয়ে অভিযোগ করলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। তাঁর অভিযোগ, রাতেও এখন তিনি ভারতের খারাপ রেফারিংয়ের স্বপ্ন দেখেন। তাঁর দাবি, গত ১০ বছর ভারতীয় ফুটবলের সঙ্গে তিনি কাজ করছেন। আর এই সময়ে ফুটবল যতটা উন্নতি করেছে, ততটাই অবনতি হয়েছে রেফারিংয়ের।
১৫ পয়েন্ট নিয়ে এই ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতলে বেঙ্গালুরুকে ছুঁয়ে ফেলবে ইস্টবেঙ্গল। কিন্তু মাঠে নামার আগে চেন্নাই নয়, ভারতীয় রেফারিদের ভয় পাচ্ছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। এমনটাই দাবি করলেন কার্লোস কুয়াদ্রাত।