গত ম্যাচে ৫ গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এবার পঞ্জাব এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র। লিগ টেবিলে নিচে থাকা দলের বিরুদ্ধে একটিও গোল করতে পারল না লাল-হলুদ। কার্লেস কুয়াদ্রাতের চেষ্টাতেও জয়ের ধারাবাহিকতা ফিরল না ইস্টবেঙ্গল শিবিরে।
আগের ম্যাচে শক্তিশালী টিম নর্থ ইস্ট ইউনাইটেডকে হারানোর পর চনমনে ছিল গোটা দল। যুবভারতী স্টেডিয়ামে অনেক প্রত্যাশা ছিল সমর্থকদেরও। কিন্তু কোথায় কী। নবাগত দলের বিরুদ্ধে জ্বলে উঠতে ব্যর্থ লাল-হলুদ শিবির।