গঙ্গাপারে যেদিন ডার্বি জিতল ছোটরা। সেদিন আরব সাগরের তীরে তরি ডুবল বড়দের। আইএসএলের ম্যাচে ফের আটকে গেল ইস্টবেঙ্গল। শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে মাঠ ছাড়ল লাল-হলুদ। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাবেন বলে আশা করেছিলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রার্ত।
বান্দ্র-কুরলা স্টেডিয়াডের এই ম্যাচের পরিসংখ্যান বলছে, নব্বই মিনিটে মুম্বইয়ের বল পজিশন ৭০ শতাংশ। তাঁরা পাস খেলেছেন ৫৪৬টি। ইস্টবেঙ্গল বক্সের মধ্যে মুম্বই হানা দিয়েছে ৯ বার। ইস্টবেঙ্গল কোচের ভাগ্য ভাল, যে তাঁর লাস্ট লাইন অফ ডিফেন্সের নাম প্রভসুখন গিল। যাঁর গ্লাভসেই আটকে গেল মুম্বই।
এই ড্রয়ের ফলে মুম্বইয়ের বিশেষ কোনও সুবিধা হল না। কিন্তু অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট ইস্টবেঙ্গলকে পয়েন্ট তালিকায় এক ধাপ উঠতে সাহায্য করল। আট ছিল ১০ পয়েন্ট নিয়ে সাত হল লাল-হলুদ।