আইএসএলে (ISL) নর্থ-ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে অবশেষে ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। এদিন সম্মানরক্ষার লড়াইয়ে মাঠে নামে লাল-হলুদ ব্রিগেড। সোমবার ১-১ গোলে খেলা শেষ করল ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের প্রথমার্ধে গোল পায় নর্থ-ইস্ট ইউনাইটেড। ৪৫ মিনিটে নর্থ ইস্টের হয়ে গোল করেন সাহানেক। দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই গোল ফিরিয়ে দেয় লাল-হলুদ ব্রিগেড। পেনাল্টি থেকে ৫৫ মিনিটে গোল করেন পেরোসিভিচ। বাকি ম্যাচ নর্থ-ইস্টকে আর গোলের সুযোগ দেয়নি ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: সোমবার নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে ইস্টবেঙ্গল, সুযোগ পেতে পারেন অনন্ত তামাং
এবার আইএসএল মরশুম একেবারেই ভালো যায়নি ইস্টবেঙ্গলের। ১৯টি ম্যাচ খেলে ১০টি ম্যাচে হেরেছে লাল-হলুদ। একটি জয় বাদ দিলে ৮টি ম্যাচে ড্র করেছে টিম। পুরনো কোচ মারিও রিভেরা আসার পর আশা ছিল ছন্দে ফিরবে লাল-হলুদ। কিন্তু তা আর সম্ভব হয়নি।