দীর্ঘদিনের বিরতি। ফের চালু হচ্ছে আইএসএল। শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ম্য়াচে চেন্নাইয়িন এফসির ঘরের মাঠে নামবে ইস্টবেঙ্গল। তার আগে কোচ কার্লেস কুয়াদ্রাত জানালেন, প্রতিযোগিতার স্বার্থে দলের বেশ কিছু জায়গায় উন্নতি দরকার।
আইএসএলের ছয় নম্বর সপ্তাহে এখনও পর্যন্ত ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট তুলতে পেরেছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া ও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হারতে হয়েছে লাল-হলুদকে। কুয়াদ্রাত মনে করছেন, টিমকে আরও প্রতিযোগী মানসিকতা ধরে রাখতে হবে। গত কয়েকটি ম্যাচের ফলাফল নিয়েও খুশি নন তিনি। কুয়াদ্রাতের মতে, টিমের বোঝা উচিত, কোন কোন জায়গায় উন্নতি করলে পয়েন্ট আসবে।
কুয়াদ্রাতের মতে, দলকে ইতিবাচক থাকতে হবে। দুই সপ্তাহ ফিফা ব্রেকের ফলে কোনও ম্যাচ হয়নি। এই সময় টিমের কম্বিনেশন ঠিক করেছেন। কুয়াদ্রাত জানান, শনিবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের খেলার সেই পরিবর্তন দেখতে পাবেন সমর্থকরা।