পরপর ব্যর্থতা। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রাক্তন কোচ অ্যান্তেনিও হাবাসের (Antenio Habas) পথেই হাঁটলেন ইস্টবেঙ্গল কোচ ম্য়ানুয়েল দিয়াজ (Manuel Diaz)। দলের খারাপ পারফরম্যান্সের দায়ভার নিজের কাঁধে তুলেই সরে দাঁড়ালেন তিনি। এখনও পর্যন্ত চার পয়েন্ট নিয়ে তালিকার সবচেয়ে নিচে আছে তাঁরা। বরখাস্তের ইঙ্গিত পেয়ে নিজেই সরে দাঁড়ান ম্যানুয়েল দিয়াজ।
দিয়াজের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হলেন রেনেডি সিং। তবে স্থায়ী কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু করেছেন সমর্থকরা। তালিকায় আছেন এলকো শাতোরি, মারিও রিভারাদের নাম। জানুয়ারি থেকে শুরু হবে আইএসএলের দ্বিতীয় পর্বের ম্যাচ। তার আগেই নতুন কোচ আসবেন লাল-হলুদ শিবিরে।
এবার আইএসএলে (ISL) জঘন্য পারফরম্যান্স করেছে লাল-হলুদ ব্রিগেড। ডার্বিতে হারের ধাক্কা থেকে শুরু হয় সব কিছু। এরপর অধিকাংশ ম্যাচে সহজ সুযোগ মিস করেছে দল। জেতা ম্যাচেও জয় ছিনি নিয়েছে প্রতিপক্ষ। দিয়াজের দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে দলের অন্দরে। তবে সব নিজেই দল ছাড়লেন কোচ ম্যানুয়েল দিয়াজ।