ডার্বি জয় কাকে বলে, ভুলেই গিয়েছিল ইস্টবেঙ্গল। সুপার কাপের সেই ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে হারাল ইস্টবেঙ্গল। শুধু হারানোই নয়, মোহনবাগানের জালে ঢুকল তিন তিনটে গোল। কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানে হারানোর পর কুয়াদ্রাত জানিয়ে দিলেন, ম্যাচটা আরও বেশি গোলে জিততে পারত ইস্টবেঙ্গল। দল সুযোগ কাজে লাগাতে পারেনি।
সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত জানান, এই জয়ের পর সমর্থক, সাপোর্ট স্টাফ, সবাই খুশি। অনেকদিন এই ক্লাব কিছু জেতেনি। সমর্থকরাও হতাশ ছিলেন। গত কয়েকমাসে সমর্থকদের সেই আক্ষেপ কিছুটা মেটাতে পেরেছেন বলে জানিয়েছেন কুয়াদ্রাত। সুপার কাপের সেমিফাইনালে উঠে ট্রফির জন্য লড়ছে টিম, এটাই বড় ব্যাপার।
ডুরান্ডের ডার্বি জয়ের সঙ্গে এই জয়কে মেলাতে চাইছেন না। তবে কুয়াদ্রাতের মতে, "যে কোনও ডার্বি জয়ই গুরুত্বপূর্ণ। সব জয়ই সমান আনন্দ দেয়। এবার অনেক পরিকল্পনা করে নেমেছিলাম।আগের থেকে সুযোগ তৈরি করতে পারছি। আজ আরও বেশি গোলে জিততে পারতাম। সব কিছু আপাতত ঠিক দিকেই এগোচ্ছে।"
ক্লেটনের প্রশংসাও করেছেন কুয়াদ্রাত। তিনি জানিয়েছেন, ক্লেটনের মতো বুদ্ধিমান ফুটবলার কমই আছে। গোল করে, গোলের সুযোগ তৈরি করে। প্রথমার্ধে গোল খেয়ে পাল্টা গোল। দ্বিতীয়ার্ধে চাপমুক্ত হয়ে ফুটবল। দলের প্রত্যেক ফুটবলারেরই প্রশংসা করেছেন তিনি।