East Bengal: এবার ট্রফি জয়ই লক্ষ্য, মরশুমের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

Updated : Jul 22, 2024 22:09
|
Editorji News Desk

গতবার আইএসএল প্লে-অফে উঠতে পারেনি টিম। ডুরান্ড কাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল। জিতেছিল সুপার কাপ। মাঝারি মানের টিম থাকা সত্ত্বেও ভাল পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল। এবার দলে যোগ দিয়েছেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস-সহ অনেকে। তাই প্লে-অফ নয়, এবার ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের লক্ষ্য আইএসএল ট্রফি। তবে অধিনায়ক ক্লেটন সিলভার প্রাথমিক লক্ষ্য আইএসএলের প্লে-অফ।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। ওখানেই আগামী মরশুম নিয়ে কথা বলেন কোচ কুয়াদ্রাত। তিনি বলেন, "আগামী মরশুম নিয়ে সবাই উত্তেজিত। দলে ভাল ফুটবলার এসেছে। তাই এবার প্লে-অফে থেমে থাকতে চাই না। ট্রফি জিততে চাই। ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে ডুরান্ড কাপ। ভাল খেলতে হবে ওই টুর্নামেন্টে। যে প্রতিযোগিতায় নামি, ভাল খেলার চেষ্টা করতে হবে।" গত এক বছরে অনেকটাই বদলছে টিম। তাতে খুশি লাল-হলুদ কোচ। তিনি জানান, বেঙ্গালুরুকে কোচিং করিয়ে ট্রফি জিতেছি। তখন অন্যরকম চাপ ছিল। এখনও আছে। তবে সেটা উপভোগ করি। 

সোমবারই জেমি ম্যাকলারেনকে সই করিয়েছে মোহনবাগান। এদিন অনুষ্ঠানে চির প্রতিপক্ষ মোহনবাগানকে নিয়েও মুখ খোলেন কোচ কুয়াদ্রাত। তিনি জানান, মোহনবাগানকে সমীহ করেন। একটা বড় ক্লাব অন্য ক্লাবকে গড়তে সাহায্য করে। গতবার দুবার মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল। এবারও সেই ধারা বজায় রাখতে চান, বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ।

এখনও ষষ্ঠ বিদেশি নিশ্চিত হয়নি। কারও নাম চূড়ান্ত হয়নি। ক্লাব আর ১৫ দিনের মধ্যে বিদেশির নাম নিশ্চিত করবে বলে জানিয়েছেন কুয়াদ্রাত। এবার আক্রমণে দিয়ামানতাকোস, ডেভি় লালানসাঙ্গারা থাকবেন। তবে দলকে নিজের কাঁধে টানতে চান অধিনায়ক ক্লেটন সিলভা। 

Indian super league

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও