একজনের চার গোল, অন্যজনের হ্যাটট্রিক। কলকাতা প্রিমিয়ার লিগে মঙ্গলবার খিদিরপুরকে ১০-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। আইএসএলে সল্টলেকে আটকে গেলেও লিগের ম্যাচে মশাল জ্বলছে। এদিনের ম্যাচ চার গোল করেন বিষ্ণু পিভি। হ্যাটট্রিক করেন মহীতোষ। ম্যাচের ছয় মিনিটে খাতা খুলেছিল লাল-হলুদ।
প্রথম ৪৫ মিনিটে ৬-১ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। এরমধ্যেই মহীতোষের হ্যাটট্রিক। ম্যাচের ৪১, ৪৫ এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন ইস্টবেঙ্গল ফুটবলার। প্রথমার্ধে বিষ্ণুর গোল ছয়, ১০ এবং ৩৮ মিনিটে। ৪৩ মিনিটে অবশ্য ব্যবধান কমিয়েছিল খিদিরপুর।
আরও পড়ুন : প্রথম ম্যাচে ড্র, দল ঘুরে দাঁড়াবেই, দাবি ইস্টবেঙ্গল কোচ কার্লোসের
কলকাতা লিগে গোটা মরশুম ভালই ফর্মে ছিল ইস্টবেঙ্গল। শুধু সুপার সিক্সের প্রথম ম্যাচে মহমেডানের বিরুদ্ধে হারের ফলে তাদের লিগ জয়ের অঙ্ক জটিল হয়ে গিয়েছে।
লিগের লড়াইয়ে টিকে থাকতে হলে মঙ্গলবার খিদিরপুরকে শুধু হারালেই হত না, বড় ব্যবধানে হারাতে হত। আর সেটাই করল বিনো জর্জ ব্রিগেড। ইস্টবেঙ্গল কার্যত উড়িয়ে দিল দুর্বল খিদিরপুরকে।