১৩ জুলাই কলকাতা লিগের ডার্বি। সেই ম্যাচের আগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল ইস্টবেঙ্গল। রবিবার ঘরের মাঠে জর্জ টেলিগ্রাফকে তিন-এক গোলে হারাল লাল-হলুদ। ম্যাচে জোড়া গোল করে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়। যদিও ম্যাচের ৩৪ মিনিটে জর্জের অমিত এক্কার গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে জেসন টিকের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল।
রিজার্ভ দলের ম্যাচ দেখতে এদিন মাঠে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত ও সহকারি দিমাস ডেলগাদো। গতবছর কলকাতা লিগ থেকেই সায়ন, বিষ্ণুদের সিনিয়র দলে নিয়ে যান এই স্প্যানিশ কোচ। লাল-হলুদ জার্সিতে ফিরলেন সার্থক গোলুইও। ১৩ তারিখ কলকাতা লিগের ডার্বি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল।