টানা তিন ম্যাচে হারের পর শনিবার চেন্নাইয়ান এফসি। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নামছে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন বিরতির পর অ্য়াওয়ে ম্যাচ। আর এই ম্যাচেই ঘুরে দাঁড়িতে মরিয়া কুয়াদ্রাত ব্রিগেড। তাই যে কোনও মূল্যে লক্ষ্য ৩ পয়েন্ট।
বিপক্ষ দল চেন্নাইয়ান এফসিরও আত্মবিশ্বাসের অভাব। পয়েন্টের তালিকায় এগিয়ে থাকলেও খেলার মান তেমন উন্নত নয়। বেঙ্গালুরু, গোয়া ও কেরালার বিরুদ্ধে ভাল খেলেও হেরেছে ইস্টবেঙ্গল। তাই এই লম্বা বিরতির পর জয়ের জন্য চেন্নাইয়ের দলকেই টার্গেট করছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত।
ফিফা ব্রেকের জন্য আইএসএল বন্ধ ছিল। মাঝের সময়টুকু নিজেদের সব ভুলভ্রান্তি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন কোচ। এখনও বেশ কিছু বিভাগে উন্নতি করতে হবে বলে মনে করছেন কুয়াদ্রাত। এই ম্যাচ না জিততে পারলে টুর্নামেন্টে অনেকটাই পিছিয়ে পড়বে দল। তাই শনিবার লাল-হলুদের লক্ষ্য ৩ পয়েন্ট।