যতকাণ্ড অতিরিক্ত সময়ে। কলকাতা লিগের ম্যাচে ফের আটকে গেল ইস্টবেঙ্গল। এবার তারা ১-১ ড্র করল বিএসএসের বিরুদ্ধে। টানা নব্বই মিনিট ম্যাচের ফল ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে লাল-হলুদ লিড পায় দীপ সাহার গোলে। কিন্তু পাল্টা আক্রমণে গোল শোধ করে দেয় বেহালার এই দল। গোলদাতা সৌরভ সেন।
আইএসএলের কথা মাথায় রেখে সোমবার সকালে কলকাতায় আসেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রত। তাঁর সঙ্গেই আসেন সহকারি ডেলগাডো। বিমানবন্দরে তাঁর কাছে সমর্থকদের আবদার ছিল, অধরা সাফল্য ফের অর্জন করার।
আরও পড়ুন : পর্দা উঠছে মঙ্গলে, নতুন মরশুমে নতুন জার্সিতে মোহনবাগান সুপার জায়েন্ট
কিন্তু বিকেলে ফের বদলে গেল চিত্রটা। এই নিয়ে লিগে দ্বিতীয় ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তারা ড্র করেছিল রেনবোর বিরুদ্ধে। স্প্যানিশ কোচ এবং তাঁর সহকারিরা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। তাঁদের সামনেই ম্যাচ ড্র করল লাল-হলুদ। খেলার ১৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান তুহিন দাস। ১০ জনে নেমে যায় ইস্টবেঙ্গল।