রবিবার ডার্বি ম্যাচ (Kolkata Derby Durand Cup Final 2023)। ডুরান্ড ফাইনালে ১৯ বছর পর মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal and Mohun Bagan)। সেই সময় দুই ক্লাবের ঐতিহ্য ছিল সম্পূর্ণ অন্যরকম। এর মাঝে দুই ক্লাবেই অনেক ওঠাপড়া এসেছে। কিন্তু ডার্বির ঐতিহ্য কমেনি, বরং বেড়েছে। রবিবার ঐতিহ্যশালী ডুরান্ড কাপে ফের মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
ডুরান্ডে প্রথম ডার্বিতে মোহনবাগানকে ৪ বছর পর হারিয়েছে ইস্টবেঙ্গল। এবার ফাইনাল। প্রাক মরশুম টুর্নামেন্টে কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণে অচেনা ইস্টবেঙ্গল শিবির। তাই ফুটছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ভোর থেকে ডার্বির টিকিট পেতে ময়দানে লম্বা লাইন। মোহনবাগান শিবিরের ছবিটাও একই রকম। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডুরান্ডেই প্রতিশোধ চুকিয়ে নিতে চায় সবুজ-মেরুন। তাই ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে, টিকিটের হাপিত্যেশ।
আরও পড়ুন: ক্যান্ডিতে মুখোমুখি ভারত-পাকিস্তান, এশিয়া কাপের ম্যাচে জয়ের দিক থেকে কোন দল এগিয়ে জানেন?
ডুরান্ড কাপের ফাইনালের টিকিট নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষ কোনও রাখঢাক করেনি। আগেই জানিয়ে দিয়েছে, ম্যাচের দিন ৩টে পর্যন্ত ক্লাব প্রাঙ্গণেই পাওয়া যাবে টিকিট। শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়েছে। রবিবার দুপুর ৩টে পর্যন্ত টিকিট বিক্রি হবে।