আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী ডাক্তারকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এই পরিস্থিতিতে বাতিল করা হয়েছিল গ্রুপ পর্বের মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি।
এরপর একে একে দুটি কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনালও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা থেকে। এর মধ্যেই সুখবর। দ্বিতীয় সেমিফাইনাল আর ফাইনালের আয়োজন করা হবে কলকাতাতেই। এই খবরে ইতিমধ্যেই শিলমোহর দিয়েছে ডুরান্ড কর্তৃপক্ষ।
জামশেদপুরের মাঠে পঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করেছে মোহনবাগান। ইস্টবেঙ্গল হেরে যাওয়ার পর কলকাতার ক্লাব হিসেবে ডুরান্ডে টিকে রয়েছে মোহনবাগান। আগামী ম্যাচে অর্থাৎ দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে হবে তাদের।
মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরুর দ্বিতীয় সেমিফাইনালটি হবে আগামী ২৭ অগাস্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শুরু হবে সন্ধে ৫.৩০ মিনিটে। ইস্টবেঙ্গল হেরে যাওয়ায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এবং শিলং লাজং। ম্যাচ হবে আগামী ৩১ অগাস্ট সন্ধে ৫.৩০ টায়। এই পাহাড়ি দুই ক্লাবের খেলার আয়োজন করা হয়েছে শিলংয়ে।
আর দুই সেমিফাইনালের বিজয়ী দলকে নিয়ে হবে ডুরান্ড ফাইনাল। শিরোপা জয়ের এই খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই।