কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির দারুণ পারফরম্যান্স। তিন প্রধানের অন্যতম মহামেডান স্পোর্টিংকে তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়ে দিল কিবু ভিকুনার টিম। পিছিয়ে পড়েও ২-১ গোলে দুর্দান্ত জয় ডায়মন্ডহারবার এফসির। ডায়মন্ডহারবারের হয়ে জোড়া গোল করলেন রাহুল পাসওয়ান। মহামেডানের হয়ে একমাত্র গোল করেন ব্যারেটো।
এই ম্যাচের আগে কলকাতা লিগে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিল ডায়মন্ডহারবার। জিতে শীর্ষস্থান ধরে রাখল তাঁরা। জয়ের হ্যাটট্রিক করার পর এই প্রথম হার মহামেডানের। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যারেটোর গোলে এগিয়ে যায় মহামেডান। পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে গোল পান রাহুল পাসওয়ান। ৭৫ মিনিটে দ্বিতীয় গোল পান রাহুলই।
এক মরশুম আগে মহামেডানের কোচ ছিলেন কিবু ভিকুনা। তাঁকে ছাঁটাই করেছিল ক্লাব ম্যানেজমেন্ট। তাই এই ম্যাচ ছিল তাঁর কাছে মর্যাদার লড়াই। মহামেডানকে হারিয়ে সেই প্রতিশোধও নিলেন দলের কোচ।