সবসময় সব সমস্যার সমাধান দ্রুত হয় না। তারজন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতে হয় ভাল সময়ের। আজ, শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগে কলকাতার প্রথম ডার্বি। সন্ধ্যা সাড়ে সাতটায় মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম এবার প্রথম আইএসএল খেলা কলকাতার মহমেডান স্পোর্টিং। তার আগে, সমর্থকদের আশ্বস্ত করে একযোগে এই দাবি করলেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ হোসে মলিনা এবং বাগানের অন্যতম বিশ্বকাপার জেসন কামিন্স।
এটা ঠিক যে, শনিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে একটু পিছিয়ে থেকেই শুরু করবে মোহনবাগান সুপার জায়েন্ট। গত ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুর কাছে ৩-০ গোলে হেরে কলকাতায় ফিরেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। পয়েন্ট টেবলের সাপ-সিঁড়ির লড়াইয়ে গতবারের লিগ-শিল্ড জয়ীদের থেকে উপরে রয়েছে মহমেডান স্পোর্টিং।
তিন ম্যাচে চার পয়েন্ট মহমেডান স্পোটিংয়ের। আট নম্বরে কলকাতার এই দল। তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবলের ১০ নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে প্রথমবার আইএসএল খেলতে আসা মহমেডান স্পোর্টিংকে বেশ সমীহ করছেন মলিনা। ম্যাচের আগে তিনি জানিয়েছেন, প্রথমবার আইএসএল খেললেও প্রতিপক্ষ হিসাবে মহমেডান স্পোর্টিং বেশ ভয়ঙ্কর।
তবে সাদা-কালো শিবির থেকে এই ম্যাচে পেত্রাতোসদের এগিয়ে রাখছেন মহমেডান স্পোর্টিংয়ের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। তিনি জানিয়েছেন, গত তিনটি ম্যাচে তাঁদের দল বেশ ভাল খেলেছে। কিন্তু ডার্বি নিয়ে আগাম কিছু বলা যায় না। দীপেন্দু মনে করেন ধারে-ভারে খানিকটা হলেও এগিয়ে মাঠে নামবে মোহনবাগান।
ডার্বির আগে নয়া বিদেশি পেয়েছে মহমেডান স্পোর্টিং। শুক্রবার সকালেই শহরে চলে এসেছেন দলের নতুন বিদেশি ডিফেন্ডার ফ্লোরেন্ত অগিয়ের।