ইউরো কাপে এবার ফ্র্যাঙ্কফার্ট স্টেডিয়ামে নামছে ডেনমার্ক। প্রতিপক্ষ ইংল্যান্ড। গত ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জিতেছেন বেলিংহ্যামরা। এবার ড্যানিশ ব্রিগেডকে থামানোই লক্ষ্য তাঁদের।
গত ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে ড্র করেছে ডেনমার্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দলের সবাই সুস্থ। চোট নিয়ে কোনও সমস্যা নেই। গ্রুপ সি-র ম্যাচে টিমের ম্যানেজার ক্যাসপার হুলমান্ড অপরিবর্তিত একাদশই নামাবেন। ইংল্যান্ডের আক্রমণই চ্যালেঞ্জ ডেনমার্কের রক্ষণের কাছে।
এদিকে ইংল্যান্ড টিমে চোটের কবলে লিউক শ। ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেজ সাউথগেটও দলে কোনও পরিবর্তন করবেন না। মিডফিল্ডে থাকবেন ট্রেন্ট আলেকজান্ডার ও আরনল্ড। আক্রমণে থাকবেন হ্যারি কেন। সাকা, বেলিংহ্যাম ও ফডেন, এই তিন জনই ডেনমার্কের রক্ষণে ভাঙন ধরাতে পারেন। গ্রুপের দ্বিতীয় ম্যাচে বড় ছিনিয়ে নিতেই বৃহস্পতিবার নামবে ইংল্যান্ড।