মায়ামি সাজছে মেসির রঙে। আর সাজাচ্ছেন খোদ ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম। যাঁর উদ্যোগে কেরিয়ারের প্রায় শেষ লগ্নে মার্কিন মুলুকের মাঠে নামতে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। মিয়ামিতে মেসি আসার আগে, গোটা শহর এখন তাঁর ছবিতেই মুখ ঢেকেছে। প্রতিটি রাস্তার মোড়ে এই কাজে তদারকি করছেন খোদ ডেভিড বেকহ্যাম। সম্প্রতি সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বেকহ্যামপত্নী ভিক্টোরিয়া। যা এখন ভাইরাল।
ফরাসি ক্লাব ছাড়ার পর থেকে মেসিকে নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। সৌদি আরব থেকে ইংল্যান্ড, স্পেন। একাধিক দেশে মেসির খেলা ঘিরে সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ডেভিড বেকহ্যামের উদ্যোগে ইন্টার মায়ামিতে খেলার ব্যাপারে সম্মতি জানান লিও। আগামী ২১ জুলাই আমেরিকার ক্লাব ফুটবলে তাঁর কেরিয়ার শুরু হচ্ছে। মেসির প্রথম ম্যাচের টিকিট এখন থেকেই হাউজ ফুল।