AIFF : ভারতীয় ফুটবলে খর্ব প্রশাসকদের ক্ষমতা, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত দায়িত্বে ক্রীড়ামন্ত্রক

Updated : Aug 24, 2022 13:14
|
Editorji News Desk

ক্ষমতা কাড়া হল প্রশাসকদের। নির্বাচন না হওয়া পর্যন্ত ভারতীয় ফুটবল ফেডারেশনের দেখভাল করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সোমবারের শুনানিতে এই নির্দেশ সুপ্রিম কোর্টের। ফলে এখন থেকে ভারতীয় ফুটবলের উপর থেকে শাস্তি তোলার ব্য়াপারে ফিফার সঙ্গে শুধুমাত্র কথা বলবে কেন্দ্রীয় সরকার। এ মাসের ২৭ তারিখ ভারতীয় ফুটবল ফেডারেশনে নির্বাচন হওয়ার কথা। ওই ভোটে ত্রিমুখী লড়াই হতে পারে। ইতিমধ্যেই সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া, ভারতের প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে এবং গোয়ার ফুটবল প্রশাসক ভালাঙ্কা আলেমাও। 

এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচনের পর সংবিধান সংশোধন করতে হবে। এবং সংবিধান সংশোধনের রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে। এই নির্দেশ থেকেই স্পষ্ট, আগামী দিনে ভারতীয় ফুটবলে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ফেডারেশনের ভোট যাতে স্বচ্ছ ভাবে করা যায়, তার জন্য এদিন সুপ্রিম কোর্টে আবেদন করেন ভাইচুং ভুটিয়া। একইসঙ্গে দাবি করেন, তাঁদের পেশ করা মনোনয়ন যেন বাতিল করা না হয়। কারণ, হাতে সময় অল্প। এই অবস্থায় নতুন করে মনোনয়ন জমা নিয়ে ভোট করা বেশ মুশকিলের ব্যাপার হতে পারে। 

এছাড়া প্রশাসনে স্বচ্ছতা এবং গতি আনতেও ভাইচুংয়ের দাবি, দেশের ৩৬ জন ফুটবলারকে নিয়ে কমিটি গড়া হোক।  তাঁদের নিয়ে একটি সাধারণ কমিটি গড়া হোক। যদিও ফিফার নির্দেশিকায় রয়েছে, প্রশাসনে প্রাক্তন ফুটবলারদের অংশগ্রহণ থাকবে মাত্র ২৫ শতাংশ, বাকি রাজ্য সংস্থার প্রতিনিধিরাই চালাবেন। এদিকে, ভারতীয় ফুটবলের উপর থেকে শাস্তি প্রত্যাহারের জন্য ফিফার দরবারে অনুরোধ চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। বিশেষ করে ভারতের মাটিতে মেয়েদের যুব বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে এখনও আশাবাদী মোদী সরকার। দিল্লিতে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, তাঁরা আশাবাদী ভারতের মাটিতেই প্রস্তাবিত মেয়েদের যুব বিশ্বকাপ সংগঠিত করা হবে। 

Bhaichung BhutiaSupreme CourtSports MinistryAIFFIndian Football

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও