সব বিতর্ক পিছনে ফেলে ফের রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৭২ ঘন্টার মধ্যে দ্বিতীয় বার হ্যাটট্রিক করলেন রোনাল্ডো। শনিবারের পর মঙ্গলবারেও সৌদি প্রো লিগের প্রথমার্ধেই তিন তিনটে গোল করেন তিনি।
মঙ্গলবার আবার বিরুদ্ধে মাঠে নামে আল নাসের। মাত্র ১১ মিনিটের মধ্যেই প্রথম গোল করেন রোনাল্ডো। ১০ মিনিট পর ফ্রি-কিক থেকে ফের গোল। বিরতির মাত্র তিন মিনিট আগে তৃতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো। এই ম্যাচে ০-৮ গোলে আবাকে হারায় আল নাসের।
আরও পড়ুন - পরপর দুটি ম্যাচের সেরা, টি-টোয়েন্টি বিশ্বকাপে ময়াঙ্কের দলে আসা সময়ের অপেক্ষা?
শনিবার ৫.১ গোলে আল তাইকে হারায় আল নাসের। এর মধ্যে ৩ টি গোল করেন রোনাল্ডো। আর বাকি দুটি গোল করেন ওটাভিও আর ঘারিব। এই দুর্দান্ত ম্যাচের ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হ্যাট্রিক রোনাল্ডোর।