ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সাফল্য যেন একে অপরের পরিপূরক। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে রয়েছে তাঁর নাম। এবার তাঁর ঝুলিতে এল নতুন আরও একটি রেকর্ড। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মোট ৯০০ গোলের মালিক হলেন পর্তুগাল মহাতারকা। বিশ্বের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যে এই রেকর্ড গড়েছেন।
বিশ্বকাপ জেতা হয়নি ঠিকই। কিন্তু বিশ্ব ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো। স্পোর্টিং লিসবন থেকে শুরু করে আল নাসের। গত দু'দশকের কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন।
বৃহস্পতিবার রাতেও গড়লেন আরও এক রেকর্ড। এদিন রাতে লিসবনে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন CR7। ঘরের মাঠে দেশের জার্সি গায়েই এই নতুন রেকর্ড গড়েন তিনি। ম্যাচের ঠিক ৩৪ মিনিটের মাথায় নিজের কেরিয়ারের ৯০০ তম গোলটি করেন ৩৯ বছর বয়সি এই তারকা ফুটবলার।
৯০০টি গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তাঁর গোলের সংখ্যা ৮৪২। আর তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী ফুটবলার পেলে। তিনি নিজের কেরিয়ারে ৭৫৬ গোল করেছিলেন।