দৃষ্টিহীন মহিলা সমর্থকের সঙ্গে ছবি তুললেন। আরও একবার মন জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আল নাসেরের জার্সিতে রোনাল্ডোর ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সৌদি লিগে আল নাসেরের (Al Nassr FC) হয়ে হ্যাটট্রিক করেন রোনাল্ডো। খেলার পর সমর্থকদের সেলিব্রেশনের মধ্যে বাড়ি ফিরছিলেন রোনাল্ডো। তখন দেখেন দৃষ্টিহীন এক কিশোরী তাঁর নাম ধরে উচ্ছ্বাস করছেন। তিনি গাড়ি থেকে নেমে গাল টিপে আদর করেন ওই বিশেষভাবে সক্ষম কিশোরীকে। খেলার সময় মাঠেও রোনাল্ডোর হয়ে গলা ফাটান ওই কিশোরী। ম্যাচের শেষে সিআরসেভেন যে এভাবে তাঁর নায়ক হাজির হবেন, প্রত্যাশা করতে পারেননি। ওই কিশোরীকে সই করা একটি বল ও জার্সি।
আরও পড়ুন: এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে ভারত, বিশ্বকাপের আগে কতবার ম্যাচ জানেন ?
ওই কিশোরী রোনাল্ডোকে বলেন, তিনি সিআরসেভেনের সবথেকে বড় ফ্যান। কিশোরীকে জড়িয়ে ধরে রোনাল্ডো বলেন,"তোমার জন্য আমার ভাগ্য এত ভাল হয়তো। তাই নজির গড়তে পেরেছি।" সৌদি প্রো লিগে আল ফাতের বিরুদ্ধে এই ম্যাচে ৫-০ গোলে জেতে আল নাসের। হ্যাটট্রিক করেন রোনাল্ডো।