অষ্টম বারের জন্য ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি ( Lionel Messi)। কিন্তু ফুটবল বিশেষজ্ঞদের মতে মেসির সাফল্য বোধহয় মেনে নিতে পারেননি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
সেই কারণেই দিয়ারিও এস-এর টমাস রনসেরো মেসিকে নিয়ে করা একটি ভিডিয়োতে কমেন্ট করে বসেছেন পর্তুগাল তারকা। চারটি অট্টোহাসির ইমোজি দিয়েছেন রোনাল্ডো। আর তাতেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন - বিশ্বকাপে ফের ফিরবেন হার্দিক পান্ডিয়া, কোন ক্রিকেটার বাদ পড়বেন
রনসেরো তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ওই ভিডিয়ো পোস্টে জানান, মেসি মোট ৮টি ব্যালন ডি'ওর পুরস্কার পেয়েছে। যার মধ্যে পাঁচটি পুরস্কারের উনি সত্যিই যোগ্য। তবে এই পুরস্কারটা আর্লিং হালান্ডকে দেওয়া উচিত ছিল।
আর এই পোস্টের নিচেই রোনাল্ডো চারটি অট্টহাসির ইমোজি পোস্ট করেছেন। অনেকেই মনে করছেন এভাবেই রনসেরো মতামতকে সমর্থন জানিয়েছেন রোনাল্ডো।