ফের দেশের জার্সিতে নামছেন রোনাল্ডো। ইউরো কাপে প্রথম ম্যাচে জয়ী পর্তুগাল। গত ম্যাচে ৯০ মিনিটই খেলেছেন রোনাল্ডো। চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে পর্তুগিজরা। এবার পর্তুগালের সামনে তুরস্ক। ইউরো কাপের এই ম্যাচে গোলের খোঁজে CR7।
গত ম্যাচে পর্তুগালের অনুশীলন দেখতে আসেন ৮ হাজার সমর্থক। অনুশীলনের পর রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগ পান তিন ভক্ত। মাঠ থেকে অনেকটা দূরে গিয়ে লোহার গ্রিলের মধ্যে থেকে সমর্থকদের সঙ্গে দেখা করেন। সেলফিও তোলেন। এই কাজের জন্য রোনাল্ডোর প্রশংসায় নেটিজেনরা।
ইউরোয় প্রথম ম্যাচ জিতলেও সহজ সুযোগ নষ্ট করেছেন রোনাল্ডো। এবার ফরোয়ার্ড হিসেবে খেলছেন তিনি। পর্তুগালকে টুর্নামেন্ট জিততে হলে, রোনাল্ডোর ফর্মে ফেরা প্রয়োজন। নিজেকে সেভাবেই তৈরি করছেন CR7।