কাতারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার ভারতীয় সময় মধ্যরাতে দোহায় পৌঁচ্ছল ফার্নান্দো স্যান্টোস ও তাঁর পর্তুগাল। হয়তো জীবনের শেষ বিশ্বকাপে, প্রথমবার কাপ ছুঁয়ে দেখতে চান সিআর সেভেন। কারণ, ইউসোবিও থেকে লুই ফিগো, বারবার পর্তুগালকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে এসেছিলেন। কিন্তু ইউরোপের সবুজ-মেরুনের কাছে আজও কাপ অধরা। সেই স্বপ্ন কি এবার কাতারে সফল করতে পারবেন রোনাল্ডো ? গোটা লিসবন তাকিয়ে রয়েছে তাঁর দিকেই।
কাতারে আসার আগেই খবরে রয়েছেন তিনি। বিশেষ করে ম্য়ানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলা তিনি নিজেই ফাঁস করেছে। তার রেশ এখনও চলছে। মনে করা হচ্ছে, তার জেরেই কাতার আসার আগে নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও দলের তরফে দাবি করা হয়েছিল, অসুস্থতার জন্য ওই ম্য়াচে খেলেননি সিআর সেভেন। সতীর্থদের দাবি, এবার অন্য রোনাল্ডোকে দেখা যাবে কাতারে।
সত্যি কি অন্য রোনান্ডোকে দেখতে পাবে ফুটবল দুনিয়া ? কারণ, কাতার তাঁর কাছে কার্যত শেষ সুযোগ। এর পরের বিশ্বকাপে তাঁর বয়স চল্লিশ পেরিয়ে যাবে। আর কী বল পায়ে বিশ্ব ফুটবলের নামবেন তিনি। তা জানা নেই, তবে ২০১৬ সালে পর্তুগালকে একার কাঁধে ইউরোপ সেরা করেছিলেন। ইউসোবিও, ফিগোরা যা পারেননি, এবার সেটাই করে দেখানোর পণ নিয়ে কাতারে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।