উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) থেকে ছিটকে গেলেন CRCR7। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে UCL থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড (Man U)।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দু’টি ক্লাবের হয়ে মোট পাঁচবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। কিন্তু গত কয়েকটি মরসুম তেমন ভালো ফর্ম যাচ্ছে না তাঁর। রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছেড়ে জুভেন্টাসে (Juventus) সই করার পর থেকেই তাঁর পারফরম্যান্সে আগের ঝাঁজ নেই। পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরেও ছবিটা বদলায়নি। এবারও ‘সিআর ৭’-এর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হল হতাশাজনক ভাবেই।
আরও পড়ুন: ATK Mohun Bagan: সেমিফাইনালে যেতে লাগবে ৩ গোল, আক্রমণের ছক সাজাচ্ছে এটিকে মোহনবাগান
মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘরের মাঠে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের (Atletico Madrid) কাছে ০-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল। অ্যাটলেটিকোর পক্ষে দুই পর্ব মিলিয়ে ফল ২-১।
প্রথম পর্বের ম্যাচে মাদ্রিদে গিয়ে ১-১ ড্র করেছিল ইউনাইটেড। অ্যাওয়ে ম্যাচে গোল করার ফলে এগিয়েছিলেন রোনাল্ডোরা। ঘরের মাঠে জ্বলে উঠতে পারলেন না রোনাল্ডো, পল পোগবা, এডিনসন কাভানিরা। গোল না পেয়ে হতাশ করলেন রোনাল্ডো।