আসন্ন কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস হয়ে গেল। আগামী বছর আমেরিকা ও মেক্সিকোতে এই মেগা টুর্নামেন্টে থাকবে মোট ১৬টি দল। ৪টি দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ার্টার ফাইনালে যাবে। ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা।
আর্জেন্টিনার গ্রুপে থাকছে পেরু, চিলি। চিলি গতবছরের রানার্স দল। ২০ জুন প্রথম ম্যাচ আর্জেন্টিনার। এদিকে ব্রাজিলের গ্রুপও আর্জেন্টিনার মতো কঠিন। গ্রুপে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে। দুটি গ্রুপেই আরও একটি দল উঠবে। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ জুন।
প্রত্যেক গ্রুপ থেকে ২টি করে দল উঠবে। তাই কোয়ার্টার ফাইনালে উঠতে অসুবিধা হওয়ার কথা নয় ব্রাজিল ও আর্জেন্টিনার। বিশ্বকাপ জয়ের পর স্কালোনি ফের চ্যালেঞ্জ নিতে তৈরি।