আগামী বছর শুরু কোপা আমেরিকা (Copa America)। ২০ জুন থেকে শুরু হবে ম্যাচ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোপার আসর বসবে। কনমেবলের পক্ষ থেকে জানানো হয়েছে ফাইনাল হবে ১৪ জুলাই।
গতবার কোপা আমেরিকা হয়েছিল ব্রাজিলে। ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিও মেসির আর্জেন্টিনা। আগামী বছর কোপাতেই হয়তো শেষবার দেখা যাবে লিওনেল মেসিকে। ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। যার ফলে ঘরের মাঠেই কোপা খেলতে নামবেন এএলএম টেন।
আরও পড়ুন: ডেভিস কাপকে বিদায়, ঘরের মাঠেই অবসর নেবেন রোহন বোপান্না
২০২৪ সালের কোপা আমেরিকায় ১৬টি দেশ অংশ নেবে। তার মধ্যে ১০টি দেশ দক্ষিণ আমেরিকার। আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।