লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশনের মিউজিয়ামে পেলে, মারাদোনার মূর্তির পাশে জায়গা পেলেন লিওনেল মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে প্রজন্মের নায়ক লিও। মেসির উন্মাদনায় এখনও ভাসছে তামাম ফুটবলবিশ্ব। এবার মেসির আবক্ষ মূর্তি উদ্বোধন করল কনমেবল। মেসি নিজে সেই অনুষ্ঠানে ছিলেন। সাক্ষী থাকলেন ঐতিহাসিক মুহূর্তের।
বুয়েনস আইরেসে পানামার বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করে নতুন নজির গড়েন লিওনেল মেসি। এই ম্যাচের পরই আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ড মেসির নামে করা হয়েছে। এবার লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবলে নিজের মূর্তির সামনে ছবি তুললেন মেসি। মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ স্কালোনিকেও বিশ্বকাপ ও কোপা আমেরিকার রেপ্লিকা উপহার দিয়েছে কনমেবল।
এই অনুষ্ঠানে বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে লিওনেল মেসি বলেন, "কোনও দিন বিশ্বকাপ জিতব, স্বপ্নে ভাবিনি। যখন ছোট ছিলাম, তখন স্বপ্ন ছিল। যা ভালবাসি, সেটা উপভোগ করব। ইচ্ছে ছিল পেশাদার ফুটবলার হব। জীবনে ফুটবলই খেলতে চেয়েছিলাম। এর থেকে আর কোনও কিছু বেশি ভালবাসিনি।"