AIFF : ভারতীয় ফুটবল নির্বাচনে নয়া নজির, এই প্রথম সভাপতি পদে মনোনয়ন মহিলা প্রার্থীর

Updated : Aug 22, 2022 18:14
|
Editorji News Desk

জমে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদের নির্বাচন। বলা ভাল এবার নির্বাচন জমিয়ে দিলেন গোয়ার প্রতিনিধি ভালাঙ্কা আলেমাও। ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা প্রার্থীকে দেখা যাবে ফুটবল প্রশাসক হওয়ার দৌড়ে। শুধু ভাইচুং ভুটিয়া এবং কল্যাণ চৌবেদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেননি, আরও তিনটি পদেও মনোনয়ন জমা দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা আলেমাও চার্চিলের কন্যা ভালাঙ্কা। যিনি গোয়ার অন্যতম শক্তিশালী ক্লাব চার্চিল ব্রাদার্সের শেষ কথা। 

সম্প্রতি গোয়ার বিধানসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন ভালাঙ্কা। দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। ভালাঙ্কা জানিয়েছেন, গোয়ায় চার্চিল ব্রাদার্সের প্রতি মানুষের ভালবাসা প্রচণ্ড। সবার সমর্থন পেয়ে তিনি আপ্লুত। তিনি একমাত্র মহিলা প্রশাসক, এটা দেখেই সবাই তাঁর সমর্থনে এগিয়ে এসেছে।

সভাপতি পদে নিজের মনোনয়ন জমা দিয়েছেন ভালাঙ্কা। এ ছাড়া কোষাধ্যক্ষ এবং কর্মসমিতির পদের জন্যেও লড়তে চলেছেন। ভারতীয় মহিলা দলের প্রাক্তন সহ-অধিনায়ক মধু কুমারি কর্মসমিতির সদস্য হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও সভাপতি পদে ভালাঙ্কার মনোনয়ন ঘিরে আপত্তি তোলা হয়েছিল গোয়া ফুটবল ফেডারেশন থেকে। অভিযোগ, কার্যত একতরফা ভাবেই মনোনয়ন জমা দিয়েছেন আলেমাও-কন্য়া। যদিও ভালাঙ্কার দাবি, তিনি আইনসম্মত ভাবেই মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর মনোনয়নের প্রস্তাব দিয়েছে সিকিম ফুটবল সংস্থা। সমর্থন করেছে দমন এবং দিউ। বাকি পদগুলির জন্য কর্নাটক, ছত্তীসগঢ় এবং হিমাচল প্রদেশের সমর্থন রয়েছে।

FootballGoaElectionAIFF

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও