মরশুমের প্রথম ডার্বিতেই ২-১ গোলে জিতল লাল-হলুদ ব্রিগেড। শততম বছরে পা দিয়েছে কলকাতা ফুটবল লিগের ডার্বি। সেই ডার্বিতেই যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। যুবভারতীতে এই ম্যাচেই ২-১ গোলে জিতেছে ইস্টবেঙ্গল।
ম্যাচের শুরু থেকেই সতর্ক ছিল দুই দল। তবে শুরু থেকে আক্রমণাত্মক খেলছিল ইস্টবেঙ্গল। প্রথম ৪৫ মিনিট গোলশূন্য ছিল দুই দল। কিন্তু ৫১ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিষ্ণুর পা থেকে আসে প্রথম গোল। এরপর পরিবর্ত হসেবে মাঠে নামেন জেসিন টিকে।
জেসিনের দুর্দান্ত পাসে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। এরপর গোল শোধের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। ম্যাচের ইনজুরি টাইমের একদম শেষে গোল করেন মোহনবাগানের সুহেল ভাট। একটা গোল শোধ করতে পারলেও জয় অধরাই থেকে যায়। লিগের আগের দুম্যাচেও জয় পায়নি সবুজ-মেরুন শিবির। অন্যদিকে ইস্টবেঙ্গল এখনও কলকাতা লিগে অপরাজিত।