ক্রমেই কলকাতা লিগ খেতাব জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে ২-০ গোলে রেলওয়ে এফসিকে কার্যত নাস্তানাবুদ করল লাল-হলুদ ব্রিগেড। ফলে, টেবিল শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল।
এদিনের ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বজায় রেখে মাঠে নামে ইমামি ইস্টবেঙ্গল। প্রথমার্ধের একেবারে শেষে সংযুক্ত সময়ে গোল করেন মহম্মদ মুশারফ।
তবে, দ্বিতীয়ার্ধে লাল হলুদের ঝাঁঝ বেড়েছিল দ্বিগুণ। হাফ টাইমের পরে গোল শোধ করতে বেশ কয়েকবার আক্রমণ শানায় রেল।
কিন্তু কোনও কাজ হয়নি। ৬৮ মিনিটে ফের গোল করেন লাল হলুদ ব্রিগেডের আদিল আমাল। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে ইস্টবেঙ্গল।