চলতি কলকাতা লিগে ম্যাচ উইনার জবি জাস্টিন। তাঁর গোলেই জয় এল ডায়মন্ড হারবার এফসির ঝুলিতে। সুরুচি সংঘকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ জিতল ডায়মন্ড হারবার।
কলকাতা লিগের সোমবারের ম্যাচে ডায়মন্ড হারবারের মুখোমুখি হয়েছিল সুরুচি সংঘ। এদিনের ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল কিবু ভিকুনার দল। কিন্তু কোনও লাভ হয়নি। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্যই থাকে দুই দল।
দ্বিতীয়ার্ধেও দুরন্ত ছন্দে ছিল ডায়মন্ড হারবার। শেষ পর্যন্ত গোলের দরজা খোলে। ৬৬ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন জবি জাস্টিন। তাঁর গোলেই তৈরি হয়ে যায় পার্থক্য।
এই গোল আর শোধ করতে পারেনি সুরুচি সংঘ। এই ম্যাচ জয়ের ফলে মোট ১০ পয়েন্ট ঘরে তুলে টেবিলের তিন নম্বরে উঠে এল ডায়মন্ড হারবার।