এএফসি কাপ খেলেই কী ভারতের ফুটবল থেকে অবসর নিচ্ছেন অধিনায়ক সুনীল ছেত্রী ? কলকাতায় তেমনই জল্পনা আরও একবার উসকে দিলেন ৩৭ বছরের ভারতীয় ফুটবলার। কারণ, সভাপতি পদ থেকে প্রফুল প্য়াটেলকে সরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় ফুটবল ফেডারেশনে নিয়োগ করা হয়েছে তিন সদস্যের প্রশাসক কমিটি। এই অবস্থায় বিশ্ব ফুটবল থেকে সাময়িক ভাবে ভারতকে নির্বাসিত করতে পারে ফিফা। এই পরিস্থিতিতেই সুনীলের অবসর নিয়ে জল্পনা উসকে উঠল। ভারত অধিনায়কও নিশ্চিত নন, এএফসি এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ খেলতে পারবেন কীনা। তবে, আশাবাদী এখনই এত কিছু হচ্ছে না।
তাঁর লক্ষ্য এএফসি এশিয়া কাপে যোগ্যতা অর্জন করা। কলকাতায় এমনটাই জানালেন ভারত অধিনায়ক। যুবভারতী স্টেডিয়ামে অনুশীলন করছে ভারতীয় দল। দলের সঙ্গে অনুশীলনে মগ্ন সুনীলও। তাই তিনি জানালেন, এখনও তাঁর গোল খিদে আছে। উদান্তা, সন্দেহদের সঙ্গে লড়াই করার ইচ্ছা আছে। যেদিন এই জিনিশ গুলো সরে যাবে, সেদিনই তিনি ভারতীয় ফুটবল থেকেও সরে যাবেন।
এএফসির এশিয়া কাপের খেলা হবে যুবভারতীতে। সূত্রের খবর, মাত্র ১২ থেকে ১৫ হাজার টিকিট বিক্রি করা হবে। যা শুনে বেশ ক্ষুব্ধ সুনীল ছেত্রী। হতাশ সুনীলের মতে, তা-হলে ম্যাচ আয়োজন করার কী মানে ?