কলকাতা ফুটবলেও এবার নবজোয়ার। রবিবার থেকে শুরু হচ্ছে এই মরশুমর প্রিমিয়ার লিগের খেলা। সন্ধ্যে সাতটায় কিশোর ভারতী স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচেই মাঠে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রতিপক্ষ সাদার্ন সমিতি। মোহনবাগানকে আইলিগ দেওয়া স্প্যানিশ কিবু ভিকুনাকে এবার কোচ করেছে ডায়মন্ড হারবার। দলের সহকারি কোচ ভারতের প্রাক্তন ফুটবলার দীপক মণ্ডল। অভিজ্ঞ এবং তরুণ মিশিয়ে দল করেছে তারা।
এবারের লিগে মোট ২৬টি দল খেলবে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এবারের লিগ। ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং পূর্ণ শক্তি নিয়ে নামলেও, মোহনবাগান সিদ্ধান্ত নিয়েছে দু বছর পর তারা লিগে যুব দল নিয়ে মাঠে নামবে। কলকাতা লিগে সবুজ-মেরুনের অভিযান জুলাই মাসের পাঁচ তারিখ। নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাঠচক্র। ১০ জুলাই, ঘরের মাঠে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। আর মহমেডান স্পোর্টিং তাদের প্রথম ম্যাচ খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। সাদা-কালো শিবিরের প্রথম ম্যাচ পাঁচ জুলাই।
আইএফএ সূত্রে জানা গিয়েছে, এবার লিগের খেলা দেখাবে একটি বিদেশি সম্প্রচার সংস্থা। ইনস্পোর্টস ডট টিভি নামের মোবাইল টিভি অ্যাপ লিগের যাবতীয় সম্প্রচার স্বত্ত্ব কিনেছে। লিগের ১৯৯টি ম্যাচ এই ওটিটিতে দেখা যাবে। ম্যাচ পিছু খরচ হবে এক টাকা।