ব্রাজিল (Brazil)। যেখানে ফুটবলে জন্ম, ফুটবলেই মৃত্যু। যেখানে ফুটবলের দেবলোক ও নক্ষত্রলোকের বাসিন্দারা থাকেন। দারিদ্র ও প্রতিভার অদ্ভুত মিশেল থেকে তৈরি হয় শিল্প। ফুটবলকে (Football Skill) নিয়ে যায় চরাচরে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা (5th Time WC Title) গত ২ দশকে যেন অনেকটাই নিষ্প্রভ। ২০০২। শেষবার চ্যাম্পিয়ন (2002 FIFA World Cup)। ২০২২। ২০ বছর পর ফের কি কাতারে সাম্বা ঝড় উঠবে! অপেক্ষায় গোটা দুনিয়া।
ব্রাজিল মানেই স্কিল। কখনও পেলে, কখনও রোনাল্ডো। কখনও রোনাল্ডিনহো তো কখনও জেয়ারজিনহো। গত ৬০ বছরের বেশি সময় ধরে ব্রাজিলেই মজে প্রত্যেক প্রজন্ম। সবুজ-হলুদ জার্সির সমার্থক শব্দ যেন ফুটবল। এবার কাতার ব্রাজিলের কাছেও অন্য লড়াই। এবার বিশ্বকাপে টিমের খেলায় পুরনো স্বাদ ফিরিয়ে আনতে চায় সবুজ-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন: ৩৬ বছর বিশ্বকাপ নেই, কাতারে কী করবে আর্জেন্টিনা
প্রাক্তন ফুটবলার ও এবার বিশ্বকাপের কোচ তিতে কিন্তু আশাবাদী।তিনি জানিয়েছেন, "অনেকেই বলছেন, ২০ বছর হয়ে গেল। শেষ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। কিন্তু এসব মন্তব্য আমাদের কি সাহায্য করতে পারে! নিজেদের প্র্যাকটিস ও সক্ষমতা বাড়িয়ে সমর্থকদের আস্থা অর্জন করতে হবে। যা কিছু নিজেদের হাতে আছে, তা নিয়েই ভাবতে হবে।"
এবার বিশ্বকাপ শুধুমাত্র নেইমার নির্ভর নয়। এবার টিমের অন্য ফুটবলাররাও অনেক বেশি সপ্রতিভ। নেইমারের সঙ্গে আছেন নতুন প্রজন্মের ফুটবলাররাও। ফ্যাবিনহো, মারকুইনহো, রড্রিগোর মতো তারকা। আছেন অভিজ্ঞ থিয়াগো সিলভাও। টিমের গোলকিপার অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন। কাতারে নতুন প্রজন্মের ব্রাজিল কি নতুন ইতিহাস তৈরি করতে পারবে! তারই অপেক্ষায় আপামর ফুটবলপ্রেমীরা।