আর কয়েকদিন পরেই বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি করবে আর্জেন্টিনা। ৩৬ বছর পর কাতার থেকে কাপ জিতে দেশে ফিরেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ সালে আবার বসবে ফুটবলের বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে কী দেখা যাবে আর্জেন্টিনার রাজকুমারকে ?
সম্প্রতি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, বয়স যদি বাধা না হয়, তাহলে হয়তো আমেরিকা-কানাডা-মেক্সিকোর মাঠে ফের তিনি নামতে পারেন। তবে তার আগে জরুরি কোপা আমেরিকা নিজের কাছে রাখা। কোপা আমেরিকা মিটলেই, তিনি এই ব্যাপারে স্পষ্ট করে বলতে পারবেন।
এখন মেসির বয়স ৩৬ বছর। বিশ্বকাপের সময় তিনি হবেন ৩৯ বছরের। তাই বয়স নিয়ে নিজেও সতর্ক আর্জেন্টাইন অধিনায়ক। ওই সাক্ষাৎকারে মেসির দাবি, চোট এবং বয়সের ভার যদি বাধা না হয়, তাহলে ২০২৬ সালে আরও একবার বিশ্বকাপের মাঠে নামার চেষ্টা করবেন।
বিশ্বকাপের আগে এই বছর কোপার আয়োজক আমেরিকা। এই মাসের সাত তারিখ ড্র হতে চলেছে। মেসিদের গ্রুপের কারা থাকবে, ওই দিন ঠিক হয়ে যাবে। তাই ভক্তদের প্রার্থনা, কোপা জিতেই যেন ২০২৬ সালের বিশ্বকাপে মাঠে ফেরেন বিশ্বফুটবলের রাজকুমার লিওনেল মেসি।