এবার বদল হবেই। ভারতীয় ফুটবলের উপর থেকে ফিফার শাস্তি তোলার পর এমনটাই মনে করছেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। দোসরা সেপ্টেম্বর ফেডারেশনে নির্বাচন। তার আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উপর থেকে শাস্তি প্রত্যাহার করেছে ফিফা। তাকে স্বাগত জানিয়েছেন ভাইচুং। দোসরা সেপ্টেম্বর ফুটবল হাউজের অলিন্দে ভারতের দুই প্রাক্তন ফুটবলারের লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন এ দেশে ফুটবল জনতা।
তার আগে ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভাইচুং জানিয়েছেন, খুব ভাল খবর। ফিফার সিদ্ধান্তকে স্বাগত। এটা ভারতীয় ফুটবলের জয়। অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ হবে। কিশোরী ফুটবলাররা বিশ্বের সেরাদের বিরুদ্ধে খেলবে। ওদের কথা ভেবে খুব খুশি। একইসঙ্গে তাঁর মত, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভারতীয় ফুটবলে বদল আনার সময় এসেছে। সিস্টেমে বদল আনতে হবে। যদি ঠিক প্রশাসকের হাত ধরে ঠিক পথে এগোয় তা হলে ভারতীয় ফুটবল নতুন উচ্চতায় যেতে পারে। শুধু ছোটরা কেন, আগামী দিনে বড়দের দলও বিশ্বকাপ খেলতে পারবে।
রবিবারই শেষ হচ্ছে ভারতীয় ফুটবলের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন। ৩০ অগাস্ট নিজেদের সাইটে প্রার্থীদের নাম প্রকাশ করবে ভারতীয় ফুটবল ফেডারেশন। শুক্রবার রাতে ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক প্রাক্তনই। তাঁদের মতে, এবার সত্যিই শিক্ষা নেওয়ার সময় এসেছে।