বছরের শেষলগ্নে শতাব্দীর সেরা ফুটবল কিংবদন্তি পেলের (Pele) বিদায়। বিদায় ফুটবল সম্রাটের। মাত্র কয়েক বছর আগে কলকাতায় ঘুরে গিয়েছেন। পা রেখেছেন যুবভারতী স্টেডিয়ামেও (Yuva Bharati Stadium)। সেই যুবভারতীতেই ব্রাজিলিয়ান কিংবদন্তীকে (Brazil Legend) শ্রদ্ধা জানাল বাংলার তিন ক্লাব ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
যুবভারতীতে রাজ্যের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। ১৯৭৭ সালে পেলের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সিতে খেলেছিলেন তিনি। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্তারাও। ছবির পাশে তিন ক্লাবের পতাকা রেখে, ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় ফুটবল সম্রাটকে।
আরও পড়ুন: চিকিৎসা চলাকালীন রোগী মৃত্যুতে স্বাস্থ্যসাথীর পুরো টাকা পাবে না হাসপাতাল