কলিঙ্গ সুপার কাপে ডার্বি ম্যাচ। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। পৃথিবীর যে প্রান্তেই ম্যাচ হোক, লাল-হলুদ বনাম সবুজ-মেরুন মানেই অন্য আবেগ। শুক্রবার সকালে ধৌলি এক্সপ্রেসে সেই ছবিই ধরা পড়ল।
হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার সবথেকে সহজলভ্য ট্রেন এই ধৌলি। দ্বিতীয় শ্রেণির কামরা এদিন যেন লাল-হলুদ ও সবুজ-মেরুন পতাকায় ভরে ওঠে। জানা গিয়েছে অন্য রাজ্যে ম্যাচ হলেও কলকাতা ও রাজ্য থেকে অনেক সমর্থকই এদিন ভুবনেশ্বরে মাঠ ভরানোর জন্য তৈরি। ট্রেনের কামরায় সেই ছবিই যেন ধরা পড়েছে।
এদিকে এই ম্যাচ থেকেই সুপার কাপের সেমিফাইনালের পথ তৈরি হয়ে যাবে। ইস্টবেঙ্গল ড্র করলেই সেমিফাইনালে উঠে যাবে। মোহনবাগানকে জিততেই হবে। তাই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুই প্রধান।