প্রথম ম্যাচে বিষ্ময়কর হার। স্লোভাকিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে বেলজিয়ামকে। এবার গ্রুপ পর্বের ম্যাচে তাঁদের সামনে রোমানিয়া। ইউরো কাপে এই ম্যাচ হারলেই নিশ্চিত বিদায়। তা কোনও ভাবেই চান না লুকাকুরা। রোমানিয়ার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বেলজিয়াম।
গত ম্যাচে দুটি গোল বাতিল হয় রোমেলু লুকাকুর। ওই দুই গোল হলে ম্যাচ জিতে যেত পারত বেলজিয়াম। প্রথমটি অফসাইড, দ্বিতীয় গোল বাতিল হয় ওপেন্ডার হ্যান্ডবলে। আন্তর্জাতিক ফুটবলে এই ধরনের ভুল আর করা যাবে না। রোমানিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়ে গোল পার্থক্য বাড়াতে চাইছে বেলজিয়াম।
এদিকে গত ম্যাচে চমক দিয়েছে রোমানিয়া। তাঁদের সমর্থকরা দখল করে জার্মানির রাস্তাঘাট। ২৪ বছর পর ইউরো কাপের কোনও ম্যাচে জয় পান তাঁরা। ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়েছে। তাই বেলজিয়ামের বিরুদ্ধে রোমানিয়া, খুব সহজ প্রতিপক্ষ নয়। তাই সতর্ক বেলজিয়ামও।